
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গলের একধারে পড়েছিল বড়সড় একটা ট্রলি ব্যাগ। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হল এক মহিলার খুলি আর একটি গয়না বাক্স। যে দু'টি উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই খুনিকে পাকড়াও করল পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড়ে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভিরারে একটি ট্রলি ব্যাগ থেকে মহিলার খুলি উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগেই ছিল একটি নকল গয়নার বাক্স। যে বাক্সে গয়নার দোকানের নাম ও ঠিকানা লেখা ছিল। গয়নার দোকানটি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায়। সেই দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে ক্রেতাদের তালিকায় উৎপলা নামের এক মহিলার সন্ধান পায় পুলিশ। খতিয়ে দেখে, উৎপলার ফোন দু'মাস ধরে সুইচ অফ।
এরপর তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ। উৎপলার স্বামীর ফোনও সুইচ অফ ছিল। পুলিশ খোঁজ পায়, উৎপলার স্বামী গত দু'মাস অন্যত্র ভাড়াবাড়িতে ছেলেকে নিয়ে থাকেন। তাঁকে জেরা করতেই খুনের কিনারা হয়।
পুলিশ সূত্রে খবর, ৮ জানুয়ারি উৎপলার স্বামী হরিশ তাঁকে খুন করেন। তাঁদের ২২ বছর বয়সি এক সন্তান রয়েছে। উৎপলার আগের পক্ষের সন্তানকে ঘিরে প্রায়ই হরিশের সঙ্গে ঝামেলা হত। সেদিন রাতে তুমুল অশান্তির পর উৎপলার শ্বাসরোধ করে খুন করেন হরিশ। ভিরারের নিয়ে গিয়ে দেহ থেকে মুণ্ড আলাদা করেন। তারপর দেহটি নর্দমায় ফেলে দেন। মুণ্ডটি ব্যাগে ভরে আবর্জনার স্তূপে ফেলে পালিয়ে যান। বাড়ি ফিরে ছেলেকে জানান, উৎপলা বাপের বাড়ি চলে গেছেন। তারপর বাড়ি বদলে অন্যত্র সরে যান।
শুক্রবার সেই খুলি উদ্ধার করার পর শনিবার হরিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে উৎপলার দেহটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও